সুন্দরগঞ্জে ট্রাক্টর কেড়ে নিল বাইসাইকেল আরোহীর প্রাণ

প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর (কাঁকড়া)’র ধাক্কায় আব্দুস কুদ্দুস মিয়া (৩৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের নিজাম মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মিয়া শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের মৃত দিয়ানত উল্লাহ ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইসময় কুদ্দুস মিয়া বাইসাইকেল যোগে ঝিনিয়া বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। পধিমধ্যে নিজাম মাস্টারের বাড়ির সংলগ্ন স্থানে পৌঁছালে বেপরোয়া গতিতে ছুটে আসা ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কা ঘটনাস্থলেই তার কুদ্দুসের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।