চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে গ্রামীণ ব্যাংকের সামনে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণপাড়ার মালিকুজ্জামানের ছেলে আবদুল হামিদ (২৪) ও রাশেদ আলীর ছেলে আবদুর রহিম (২৮)।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরের দিকে যাওয়ার সময় শিবগঞ্জ রশিকনগর বাবুপুর মোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালককে আটক করে এবং লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে।