“বয়স শুধু একটা নাম্বার মাত্র। আপনাকে তেমনটাই দেখাবে যেমনটা আপনি চাইবেন।”
রোববার (২৪ জানুয়ারি) ছিলো অভিনেত্রী রিয়া সেন দেব বার্মা ৪০তম জন্মদিন। বিশেষ এই দিনটিতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করে এমনটাই ক্যাপশন দিয়েছেন রিয়া।
সৌন্দর্য ও অভিনয়ের জাদুতে অনেক আগেই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রিয়া সেন দেব বার্মা।